অসুবিধে হলেই ফোন কোরে জিজ্ঞেস করলে আমি সাধ্যমত উত্তর দেবো।. আমার ফোন নম্বর ঃ- 09313765331
Friday, September 11, 2009
ভাগ্যিস! বাংলায় কথাবলা বা লেখালেখি বেশী হয়না!
যদি বাংলায় লেখালেখি চালু হয় ওয়েবসাইটের পেজে, শুধু বাংলাই বা কেন যেকোনও ভারতীয় আঞ্চলিক ভাষাতেই হোক-না কেন, হৈ-চৈ পড়ে যাবে সকলের মধ্যে।. সবাই ব্যস্ত হবে নিজের মনের কথা খুলে বলার জন্যে।. যখনই কোনো অসুবিধে লাগবে সোজা ওয়েব ব্রাউসার খুলে লেখার জায়গায় ইংরিজি অক্ষরে লিখতে হবে - ডবলু (এর পর একটা ফুটকি দিয়ে আবার একটা) ডবলু (এর পর আবার একটা ফুটকি দিয়ে আবার একটা) ডবলু (লিখে তারপরে একটা ফুটকি দিয়ে কোনো স্পেস নাদিয়ে পর পর লিখতে হবে) আই এন টি ই আর এন ই টি এস এইচ ও ইউ টি (এর পর একটা ফুটকি দিয়ে) সি ও এম।. এর পরে একবার এনটার চাপতে হবে।. যে ওয়েবসাইটের পেজ খুলে যাবে সেখানে রেজেস্ট্রী না-কোরতে চাইলে 'লগইন' লেখার ওপরে একটা ক্লিক করতে হবে।. এরপরে যে পেজ খুলবে সেখানে ইংরিজিতে টাইপ কোরে লিখতে হবে - জ়ে এ এন এ জি এ এন (এর নীচের লাইনে লিখতে হবে) বি ও এল সি এইচ এইচ আই।. এর পর যে পেজ দেখা যাবে সেখানে বাঁদিকে অনেক বিষয়ের নাম লেখা আছে, ওইখানে যেকোনটার ওপরে একবার ক্লিক কোরতে হবে।. এরপরে যে পেজ দেখা যাবে তার নীচের দিকে কথা রেকর্ড করার ব্যাবস্থা দেওয়া আছে।. যেখানে ইংরিজিতে লেখা আছে - 'স্টার্ট এ নিউ কনভারসেশান' ঠিক তার নীচের লাইনে 'কনভারসেশান টাইটেল' লেখার পাশে দেওয়া খোপে লিখতে হবে নিজের মনোমত শিরোনাম।. এরপরে ডানদিকে 'রেকর্ড অনলাইন' লেখার ওপরে একবার ক্লিক করলেই রেকর্ড করার প্রস্ততি বক্স খুলে যাবে।. ওখানে লাল রঙের 'স্টার্ট রেক' লেখার ওপরে ক্লিক করে মাইক্রোফোনে কথা বলতে হয়।. বলা শেষ হলে সবুজ রঙের 'স্টপ রেক' লেখার ওপরে ক্লিক কোরতে হবে।. তারপরে নীচের সবুজ রঙের 'সেণ্ড সাউট' লেখার ওপরে ক্লিক করে দিলেই খানিকক্ষন পর রেকর্ড হয়ে যাওয়া কথা শোনা যাবে।.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment